শর্তসাপেক্ষে আইসিসিতে ‘৩ মোড়লের’ প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ

 

জি নিউজ বিডি ডট নেট,স্পোর্টস ডেস্ক ঃ-  টেস্ট খেলার অধিকার কেড়ে নেয়া হবে না এ নিশ্চয়তা পাওয়ার পর বাংলাদেশ আইসিসিতে ‘তিন মোড়লের’ আনা পজিশন পেপারে সম্মতি দিয়েছে। আর একটি দেশকে ম্যানেজ করতে পারলেই আইসিসিতে নিজেদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে ‘বড় দল’ তিনটি। বিশেষ করে সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে ভারতের।  এর আগে বলা হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের  প্রস্তাবিত ‘পজিশন পেপারে’র বিরুদ্ধে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পাশাপাশি দৃঢ় অবস্থান নিয়েছিল বাংলাদেশও। তবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, টেস্ট খেলার অধিকার কেড়ে নেয়া হবে না এ নিশ্চয়তা পাওয়ার পর বাংলাদেশ ‘৩ মোড়লের’ আনা পজিশন পেপারে সম্মতি দিয়েছে। তবে এখনও এ প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান, দক্ষিণ আফ্রিা ও শ্রীলঙ্কা বোর্ড। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে নিজেদের বোর্ডে এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে। আইসিসির গত সভায় বিতর্কিত খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটি না হলেও ভারতই যে আইসিসিতে সর্বসেবা হতে যাচ্ছে, তার আভাস পাওয়া গেছে। প্রস্তাবে কিছু পরিবর্তনের পর সব বোর্ডই এর অনেক বিষয়ে ‘একমত’ হয়েছে বলে আইসিসি জানায়।  তবে আইসিসির এই দাবি নাকচ করে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত ‘সর্বসম্মতভাবে একমত’ হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে পিসিবি ও সিএসএ। পিসিবি নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘পিসিবি পরিষ্কার জানাচ্ছে, পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আইসিসি সভার নীতিমালার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পিসিবির পরিচালনা পর্ষদে বিষয়টি তোলা হবে। এরপর সে অনুযায়ী আইসিসির পরবর্তী সভায় অবস্থান নেবে পিসিবি।’অন্যদিকে সিএসএও তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘সব সদস্য দেশের স্ব-স্ব বোর্ডের অনুমোদনের পর ফেব্রুয়ারির ৮ তারিখে অনুষ্ঠিত আইসিসির পরবর্তী সভায় সমর্থনের বিষয়টি চূড়ান্ত হবে।’ সিএসএ সভাপতি ক্রিস নেনজানি জানিয়েছেন, ‘উল্লিখিত নীতি বা ধারার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সিএসএ বোর্ড ও এর মূল অংশীদাররা শিগগিরই বসবে। সিএসএ বোর্ড সভার আগে কোনো মন্তব্য করা যাচ্ছে না। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে ফেলার প্রস্তাব আনার পর থেকেই এ নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় পরিবর্তন এই দুই স্তরের টেস্ট ফরম্যাট থেকে সরে আসা। তিন দেশের এই পরিবর্তিত প্রস্তাব পাস হলেও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার দু’টি স্তর তৈরি হবে। আইসিসিতে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা চলে যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বিশেষ করে ভারতের হাতে। এরপরেও সভায় আইসিসিতে ভারতের আরো নেতৃত্বস্থানীয় ভূমিকায় উঠে আসার বিষয়ে সবাই একমত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সভায় অংশ নেয়া একটি দেশের বোর্ড কমকর্তা জানিয়েছেন, আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে যেভাবে সব সুপারিশের ব্যাপারে ঢালাওভাবে সবার একমত হওয়ার বলা হয়েছে, আদতে বিষয়টি সেভাবে হয়নি। বরং অনেকেই বলেছে, তারা নিজেদের বোর্ডে এ নিয়ে আলোচনা করবে। তবে সিঙ্গাপুরে আগামী ৮ই ফেব্রুয়ারির সভায় এইসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সূত্র -রেডিও তেহরান তাঃ-৩১জানুয়ারী ২০১৪।

 

 

Exit mobile version