বিনোদনডেস্ক:-মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লেডি গাগা গানের পাশাপাশি নানা অদ্ভুত পোশাক ওবেশ ভূষার জন্য বিখ্যাত। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। তবে তার জীবনের সববিষয়যে মন জন প্রিয়নয় তেমন সব বিষয় সমালোচনার মতো ওনয়। তবে তিনি সব সময় চলেন স্বকীয়স্টাইলে। এলেখায় থাকছে সে ধরনের সাতটি শিক্ষা।
১. যা ভালো লাগে তাই পরুন
পোশাক পরার ক্ষেত্রে লেডি গাগার কাছ থেকে যেশিক্ষা পাওয়া যায় তা হলো, নিজের যা ভালো লাগে তাই পরতে হবে।এবিষয়ে অন্য রাকি চিন্তা করছে, সেটা নিয়ে না ভাবলে ওচলবে ,কোনো একটা পোশাক, তা যত উদ্ভটই হোক না কেন, আপনার পছন্দ হলেই পরে ফেলুন।আর এমন সময় আসতে পারে, যখন আপনার এপোশাকের কারণেই আপনি বিখ্যাত হয়ে যাবেন।
২. সঠিক মাপের পোশাকের প্রয়োজনীয়তা
লেডি গাগার পোশাক যতই অদ্ভুত হোকনা কেন, তিনি সব সময় সঠিক মাপের পোশাক পরেন।তার সব পোশাকই দেহের মাপের সঙ্গে ঠিক ভাবে এঁটে যায়।
৩. অতিরিক্ত বাড়া বাড়ি নয়
লেডিগাগার বিষয়ে আলোচনায় এটা অনেকটা বেমানান মনে হতে পারে।কিন্তু তার পরেওএটা সত্য যে, অতিরিক্ত বাড়াবাড়ি তিনি করেন না। অর্থাৎ তার অদ্ভুত পোশাকের মাঝেও একটা মিল থাকে। যাথে কে তাকে পুরোপুরি বিগড়ানো বলে ধরা যায় না।
৪. নিষ্ঠার গুরুত্ব আছে
লেডিগাগা যতই অদ্ভুত কাজ কর্মই করুক না কেন, এর পেছনে রয়েছে নিষ্ঠা। তার গান গাওয়ার গলা একেবারেই যে খারাপ তা নয়। তিনি বিশ্বের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ওবটে। তার অদ্ভুত পোশাক গুলোও তৈরিতে প্রয়োজন হয় নিষ্ঠার।
৫. সহ মর্মী
গৃহহীন ওদরিদ্র মানুষদের প্রতি লেডিগাগার সহ মর্মীতা রয়েছে।এবিষয়ে এখন ও বড় কোনো কার্যক্রম তিনি না করলেও ভবিষ্যতে করবেন বলে আশা প্রকাশ করেন।
৬. প্রতিদান
যে সব শহরে তিনি অনুষ্ঠান করেন, সব স্থানেই তিনি কিছু না কিছু করার চেষ্টা করেন।লেডি গাগা নানা চ্যারিটিতে ওদান করেন।
৭. ভক্তদের কাছা কাছি থাকা
লেডিগাগা সাফল্যের পরেও তার ভক্তদের থেকে দূরে যাননি। তিনি সব সময় নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।তার কাছ থেকে এবিষয়ে শেখার আছে।সূত্র:ইন্টারনেট
লেডি গাগার জীবন থেকে পাওয়া সাতটি শিক্ষা
Share This