আন্তর্জাতিক ডেস্ক:- লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষ বোমা হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বেনগাজি বিমানবন্দরের আশপাশে গত বৃহস্পতিবারের বিক্ষিপ্ত সংঘর্ষ ও তিনটি আলাদা গাড়িবোমা হামলার ঘটনায় এসব সৈন্য নিহত হয়। এ ছাড়া, এসব ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন। তবে সংঘর্ষে অস্ত্রধারীদের পক্ষে ঠিক কতজন নিহত হয়েছে তা জানা যায়নি।
বেনগাজির পূর্ব শহরতলিতে অবস্থিত বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এসব সংঘর্ষ হয়। লিবিয়ার ওপর রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে যখন সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে তখন নতুন করে হতাহতের এ খবর এল।
গত বুধবার শুরা রেভ্যুলুশনারি কাউন্সিলের জঙ্গিরা বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিতে সেখানে হামলা শুরু করে। তারা এরইমধ্যে বিমানবন্দরের নিকটবর্তী একাধিক সেনা ক্যাম্প দখল করে নিয়েছে। বৃহ্স্পতিবার তাদের সধ্যে সেনাবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়।
সাবেক সেনা কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী এখনো যেসব জায়গা ও স্থাপনার নিয়ন্ত্রণ ধরে রেখেছে বেনিনা বিমানবন্দর তাদের অন্যতম। লিবিয়ার সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযান চালাচ্ছেন জেনারেল হাফতার। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করে লিবিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।খবর:রেডিওতেহরান,বেনগাজির বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘর্ষে সেনাবাহিনীর জঙ্গিবিমান ও হেলিকপ্টার গানশিপগুলো জেনারেল হাফতারের বাহিনীকে সহায়তা করছে।