লিবিয়া থেকে চোরাইপথে সিরিয়ায় অস্ত্র ঢুকছে – নিরাপত্তা পরিষদ

siria 17অনলাইন ডেস্ক, জি নিউজঃ-[ সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট অস্ত্রধারী বিদ্রোহীরা] জাতিসংঘ নিরাপত্তা পরিষদের লিবিয়া নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটি বলেছে, স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের সময় আফ্রিকার এ দেশটিতে যেসব অস্ত্র-শস্ত্র পরিত্যক্ত হয়েছে সেগুলো চোরাচালান হয়ে সিরিয়ায় ঢুকছে নিরাপত্তা পরিষদের কাছে দেয়া প্রতিবেদনে এসব কথা জানিয়েছে এ কমিটিএতে আরো বলা হয়েছে, লিবিয়া থেকে আকাশ এবং সাগর পথে প্রচুর পরিমাণে অস্ত্র-শস্ত্র যাচ্ছে সিরিয়ায় এদিকে, গত ২১ জুন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে- ফ্লাইট কন্ট্রোল ডাটা এবং বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী, কয়েকটি দেশের  চোরাচালানকারী, বিশ্লেষক এবং কর্মকর্তাদের সাক্ষাতকার থেকে জানা গেছে কাতারের সহযোগিতা ও অর্থে লিবিয়া থেকে সিরিয়ার অস্ত্র চোরাচালান করা হচ্ছে এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছর কাতারের সি-১৭ কার্গো বিমান অন্তত তিনবার লিবিয়ায় নেমেছে  খবর রেডিও তেহরান এর তাঃ-১৭ সেপ্টেম্বর ২০১৩ 

Exit mobile version