আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলার লালমোহন উপজেলা নির্বাচনে পোস্টার লাগাতে গিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীর দুই কর্মীকে দেশীয় অস্ত্র চাপাতিসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রিপন ও সবুজ। তাদের বাড়ি কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে। আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদের পোষ্টার ছিড়ে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আকতারুজ্জামান টিটবের পোস্টার লাগাতে যায় রিপন ও সবুজ নামে দুই যুবক। এসময় স্থানীয়রা দুইজনকে চাপাতিসহ আটক করে গণধোলাই দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ঘটনাস্থল পরির্দশন করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহনে পোস্টার লাগানোর সময় বিএনপির একাংশের প্রার্থীর দুই কর্মীকে চাপাতিসহ আটক
Share This