জি নিউজঃ লাক্সতারকা সুমাইয়া আজগার রাহা (২০) শুক্রবার রাতে রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে চেপে যাওয়া হলেও দাফনের পর ক্রমে প্রকাশ পেতে থাকে রাহার মৃত্যুর খবর। তার মৃত্যুর কারণ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাসাতেই অনেকটা রহস্যজনকভাবে মারা যান রাহা।
তার সহকর্মীদের দাবি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রভাবশালীদের হুমকির কারণে পরিবার থেকে কাউকে না জানিয়ে তাকে কবর দেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে লোকমুথে তারকা রাহার মৃত্যু খবর শুনে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে তিনি দাবি করেন, তারা ঠিকানা জানতে পারলে ওই বাসার বা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন।
রাহার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তার মৃত্যুর খবর মিডিয়ার কেউ না জানার আগেই শনিবার দুপুরে অনেকটা চুপিসারে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার বিকেলের দিকে রাহার মৃত্যুর খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যুকে কেন্দ্র করে নানা কথা আসতে থাকে।
তার সহকর্মী নাম প্রকাশ না করা শর্তে বলেন, তার পরিবার থেকে অনেক সমস্যা ছিল। এ কারণে তারা তার বাসায় যেত না। এক সময় তারা জাপান গার্ডেন সিটিতে থাকলেও গত তিন মাস আগে তারা জাপান গার্ডেন সিটির ১৩ নম্বর বিল্ডিংয়ের বাসা ছেড়ে দেয়। এরপর তারা কোথায় উঠেছে তা কেউ জানতো না।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্সতারকা প্রতিযোগিতায় রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন। এবারের এইচ এস সি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাহার।
জি নিউজ/ বিনোদন/২৪-০৩-২০১৩