জি নিউজ অনলাইনঃ- লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ‘মুরতাদ’ । সেই সাথে সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি জানিয়েছেন তিনি।
পীর সাহেব চরমোনাই ‘মুরতাদ’ লতিফ সিদ্দিকীর শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকল শাখাকে নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিনাথপুর কলেজ ময়দানে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মুরতাদ লতিফ যে অন্যায় করেছে তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতেই হবে। অন্যথায় ঈদের পর লাগাতার হরতাল, অবরোধসহ কঠোর কর্মসুচী ঘোষণা করারও হুমকি দেন তিনি।
অনুষ্ঠানে জেলার উলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।পীর সাহেব চরমোনাই বলেন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব ও ফেরাউনের প্রেতাত্মা ; ইসলাম ও মানবতার দুশমন; মুরতাদ লতিফ সিদ্দিকী ৯২ ভাগ মুসলমানের দেশের মন্ত্রী হওয়া সত্বেও যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তাতে তার শাস্তি হতেই হবে।
এই বক্তব্য দিয়ে মন্ত্রী নিকৃষ্ট চরিত্রের পরিচয় দিয়েছে এবং বিবিসিতে সাক্ষাৎকারে সে তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য পূর্ণব্যক্ত করে মুসলমানদের বুকে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। তার জায়গা শাহজালাল, শাহপরান, খানজাহান আলীর মত অলিআউলিয়ার এই বাংলায় হবে না। এখন থেকে সে মুসলমান পরিচয়ও দিতে পারবে না। তার মৃত্যুর পর জানাজাও পড়া হবে না। তাকে তার নিজ জেলা টাংগাইলে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। আমি বলতে চাই বাংলাদেশেই তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। এই পাপিষ্ঠকে সরকার যত তাড়াতাড়ি গ্রেফতার ও বিচার করবে ততই সরকার ও দেশের কল্যাণ হবে।
সভায় টেলিযোগাযোগ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সারাদেশে আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে শুক্রবারের প্রতিবাদ সমাবেশকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সচিব পর্যায়ের এক জরুরী সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।
লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চলবে: চরমোনাই পীর
Share This