জি নিউজ :- নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল-নেতাকর্মীদের মুক্তি ও সভা সামবেশে- নিষেধাজ্ঞা- প্রত্যাহারের দাবিতে আগামী রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে- ১৮ দলীয় জোট বিএনপি । আজ শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এই হরতালের ঘোষণা দেন। দুদু বলেন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, আটক রাজবন্দিদের মুক্তি ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ, ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে। তিনি বলেন, নির্দলীয় সরকার নিয়ে বিএনপি এখনো সংলাপ চায় উল্লেখ করে দুদু বলেন, সরকার সংলাপ না করলে রাজপথেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির মীমাংসা হবে।
তাঃ–২৪/০৫/২০১৩