রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নূর-উন-নবী

d nur nobi begom r univercity  new vc.jpeg 1জি নিউজ ঃ  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। গত৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি  প্রদানপূর্বক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৯ এর ১০(১) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী-কে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ প্রদান করেছেন। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন। এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা সোমবার বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

Exit mobile version