জি নিউজঃ- সাভারের রানা প্লাজার ভবনধসে হতাহতের ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন রানা। রিমান্ডে ভবন নির্মাণে অনিয়ম-জালিয়াতি ও পোশাক শ্রমিকদের কাজে আসতে বাধ্য করার কথা স্বীকার করেছেন তিনি। সিআইডি তদন্ত কর্মকর্তারা জানান- সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে রানা প্লাজার জমি কেনা, ভবন নির্মাণ, ভবনের নকশা, প্ল্যান, সাভার পৌরসভার নকশা অনুমোদন সব কিছুতেই অনিয়মের কথা স্বীকার করেছেন। ভবনে ফাটল ধরার পরেও পোশাক কারখানার মালিকপক্ষের মাধ্যমে শ্রমিকদের কাজে আসতে বাধ্য করেছেন বলেও স্বীকার করেছেন তিনি। তবে এজন্য তিনি একা দায়ী নন দাবি করে বলেছেন, গার্মেন্টস মালিক ও প্রকৌশলীসহ জড়িত সবাই অনিয়ম করেছেন। সিআইডি সূত্র জানায়, ইমারত আইনে দায়ের করা মামলায় গত ২০ মে রানা প্লাজার মালিক রানা ও তার বাবা আবদুল খালেককে ৫ দিনের রিমান্ডে নেয়, সিআইডি তার দেয়া তথ্য অনুযায়ী ভবনধসে র পূর্বাপর সার্বিক বিষয়ে তদন্তে অগ্রসর হচ্ছে । প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের এ ঘটনায় রানা ও তার বাবা আবদুল খালেকের বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে।