রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছে -আওয়ামী লীগ

_hanif 1স্টাফ রিপোর্টার,জি নিউজঃসোমবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রায় ঘোষণার পর দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তিনি বলেন ,মানবতাবিরোধ অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী  লীগ এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তিনি বলেন এই রায়ের বিরোধিতা করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাহবুব-উল আলম হানিফ বলেন, এই রায়ে আদালত হয়তো তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড – দিয়েছেন উল্লেখ্য, দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড আদেশ দেনগোলাম আযমের বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগই প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেনঅপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদ-প্রাপ্ত, তবে বয়স বিবেচনায় এইকারাদণ্ড – দেয়া হয়অভিযোগগুলো হলো- ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সংশ্লিষ্টতা এবং হত্যা ও নির্যাতন হানিফ বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন কিনা তা রায়ের কপি পাওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে

 

 

তাঃ-১৫-০৭-১৩

Exit mobile version