রাশিয়ার সমকামিতা বিরোধী আইনের প্রতিবাদে

rasia 7আন্তর্জাতিক ডেস্কঃ- রাশিয়ার সমকামিতা বিরোধী আইনের প্রতিবাদে বুধবার বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। ওদিকে আন্তর্জাতিক ক্রীড়াবিদরা শীতকালীন Sochi Olympic খেলায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সহকামিদের অধিকার রক্ষার সক্রিয়কর্মীরা New York, London, Paris, এবং St. Petersburg সহ বিভিন্ন শহরে সমবেত হওয়ার পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য, যে সব কম্পানি Olympic ক্রীড়া অনুষ্ঠানে অর্থায়ন যোগায়, তারা যাতে ওই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়, তাদেরকে তাতে সম্মত করা। ওই আইনে কথিত সমকামিতা প্রচারণা, অপ্রাপ্তবয়স্কদের কাছে প্রচার করা নিষিদ্ধ। বিক্ষোভকারীরা Coca-Cola, McDonald’s  এবং  Samsung এর মতো কম্পানিগুলোকে তাদের নিশানা করছে। যুক্তরাষ্ট্রের Olympic Committeeকে অর্থায়ন যোগায় AT&T এবং তারা বুধবার ওই আইনের তীব্র সমালোচনা করে। AT&T বলেছে ওই আইন সমাজের ভিন্নতার ক্ষতি করে। সূত্র-ভয়েস অফ আমেরিকা তাঃ- ০৮ফেব্রুয়ারী ২০১৪।

 

Exit mobile version