জুয়েল,রংপুর প্রতিনিধিঃ শনিবার রাত ১০ঘটিকার সময় রংপুর মহানগরীর আশরতপুর চকবাজার এলাকায় ৫০,০০০টাকা দেনা পাওনার জের ধরে কাউন্সিলর পদ প্রার্থী রহমত্তুল্লা বাবলার ভাতিজা কে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী জানায়, চকবাজারে মাংস বিক্রেতা কসাই নাদিম কমিশনারের ভাতিজার কাছে কিছু টাকা পেত, এই টাকা নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। কমিশনারের ভাতিজা মীমাংশার জন্য চকবাজারে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে নাদিম তার রাম দা দিয়ে কোপ শুরু করে, পরে নাদিমের সহযোগী মাসুদ, পিতা গনি মিয়া, রাসেদ, রাজিব, ছানোয়ার মিলে ভাতিজা সুজন কে মারপিট শুরু করে। এক পর্যায়ে গুরুতর অবস্থায় সুজন কে এলাকাবাসীর সহযোগীতায় বেরোবি এস আই শফিক পুলিশ ফোর্স দিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা
Share This