খালেদ হোসেন টাপু, রামুঃকক্সবাজারের রামু সদরে বাইপাস মহাসড়ক এলাকায় শুক্রবার ১৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহম্মেদ উল্লাহ (৫২) নামে এক পাচারকারিকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়ার মৃত গনি সুলতানের ছেলে।
অভিযানটি রামু থানার ওসি সাইকুল আহম্মেদ ভূঁইয়া, ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নির্দেশে এস আই মশিউরের নেতৃত্বে পরিচালনা করা হয়। এদিকে এস আই মশিউর জানান, লম্বা শিমের ভিতর করে ইয়াবা পাচারের সময় ইয়াবাসহ আহম্মেদ উল্লাহকে আটক করা হয়।
রামুতে ইয়াবাসহ পাচারকারি আটক
Share This