জি নিউজ ঃ রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগম (৬২) গ্রেপ্তার এড়াতে মৃত্যুর নাটক করেছে বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তার আতঙ্ক ছাড়াও সম্পদের হিসেবসহ বিভিন্ন কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছে এমন গুজব ছড়িয়েছে রানার পরিবার।
রানার মা বেঁচে আছেন। তিনি ধামরাই এলাকার তার এক নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন।
গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার ৯তলা ভবন ধসে পড়ে। এতে ৫টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক আটকা পড়ে। এর মধ্যে ১১২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ভবন ধসের আগে শ্রমিকদের জোরপূর্বক কারখানায় কাজে যোগ দেওয়ায় বাধ্য করা ও বিভিন্ন অনিয়মে ভবনটি নির্মাণ করায় রানকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালায় প্রশাসন।
রানাকে গ্রেপ্তার করতে না পারায় রানার বাবা, ফুফা, বোন ও চাচাত ভাইসহ রানার বেশ কয়েকজন নিকট আত্মীয়কে আটক করে পুলিশ। এসময় রানার মা মর্জিনা বেগম গ্রেপ্তার এড়াতে মৃত্যুর নাটক করেন বলে জানায় সূত্রটি।
এছাড়াও রানার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুদকের একটি টিম মাঠে নামে। গ্রেপ্তার ও দুদুকের হাত থেকে বাঁচার জন্য মৃত্যুর এ মিথ্যা নাটকটি করেন রানার পরিবার।
ভবন ধসের পর রানার মার মৃত্যুর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এছাড়াও রানার মার মৃত্যুর পর তাকে ধামরাইয়ের শুয়াপুর এলাকায় রানার নানার বাড়িতে কবর দেওয়ার কথা থাকলেও সেখানে তাকে কবর দেয়া হয়নি। এছাড়াও রানার বাবার বাড়ি সিংঙ্গাইরের জয়মন্টপ এলাকাতেও রানার মার কবর না দেয়া হলেও রানার মার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে একটি বিশ্বস্ত সূত্র রানার মার মৃত্যুর মিথ্যে নাটকটির বিষয় নিশ্চিত করেন।