রাজাপুর থানায় হামলার ঘটনায় দু’টি মামলা আসামী ৩ শতাধিক/ গ্রেফতার – ২০

রাজাপুর প্রতিনিধি ,জি নিউজঃ ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতাকর্মীদের থানায় হামলার ঘটনায় নামধারী ১’শ ৩০ জনসহ ৩ শতাধিক নেতাকর্মীদের আসামী করে পৃথক দু’টি মামলা হয়েছে। পুলিশের কাজে বাঁধা, হামলা ও সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে গতকাল রোববার এ মামলা দু’টি দায়ের করে। এ ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুম মোল­াসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩ জনকে শনিবার গভীর রাতে ও গতকাল রোববার সকালে ১ জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চালাচ্ছে। এ কারনে উপজেলাজুড়ে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এতে সাধারণ মানুষ ও আতঙ্কে রয়েছেন। এবং পুলিশের কাজে বাধাঁ, হামলার মামলায় নাম ধারি ৮০ জনসহ অজ্ঞাত ১২০ জন এবং সন্ত্রাস দমন আইনে মামলায় নামধারি ৫০ জন সহ  অজ্ঞাত ৫০ জনকে আসামী করা হয়। এ বিষয়ে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ অভিযোগ করে জি নিউজ বিডি.নেট কে জানান, পুলিশ বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে রাতে অভিযান চালিয়েছে।  এতে নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে ত্বত্তাবধায়ক সরকার পূণবহলসহ বিভিন্ন দাবিতে বিএনপি বি¶োভ মিছিলে পুলিশের বাধার ঘটনাকে কেন্দ্রকরে উপজেলা সদরের পুরানো জেলখানা এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় বিএনপির বি¶ুব্দ নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে পুলিশের ৫ এসআই, ২ এএসআই সহ ৯ সদস্য এবং বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

 

মোঃ সাইফুল ইসলাম

রাজাপুর, ঝালকাঠী

Exit mobile version