রাজাপুর ঝালকাঠী প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষক কর্মচারিরা জুলাই মাসের বেতনভাতা উপজেলা সোনালী ব্যাংকের সেচ্ছাচারিতায় না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উৎসব করতে পারেনি। রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসানুল কবির মামুন ও রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনসহ একাধিক শিক্ষক কর্মচারিরা জানান, জুলাই মাসের বেতন আগস্ট মাসের ৭ তারিখের মধ্যে সংশিষ্ট ব্যাংকের মাধ্যমে উত্তোলনের নির্দেশ দিলেও উপজেলা সোনালী ব্যাংকের সেচ্ছাচারিতায় কারনে জুলাই মাসের বেতনভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উৎসব করতে পারেনি। এমনকি গতকাল ১২ আগস্ট সোমবার পর্যš— ওই বেতনভাতা শিক্ষক কর্মচারিরা পায়নি। অন্য সকল ব্যাংকের সংশিষ্টরা বেতনভাতা সঠিক সময়ের আগে উত্তোলন করতে পারলেও উপজেলা সোনালী ব্যাংকের আওতাধীন ১৮টি স্কুল, ১১টি মাদ্রাসা, ২টি কলেজ ও ২ টি ভোকেশনাল বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষক কর্মচারিরা বেতন ভাতা উত্তোলন করতে পারেনি। এ বিষয়ে উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থপক বজলুল করিম জানান, ওই সকল শিক্ষক কর্মচারিদের বেতনভাতার টাকা আসলেও এমপিও কপি না আসায় টাকা প্রদান করা যায়নি।
রাজাপুরে ৪ শতাধিক শিক্ষক কর্মচারির পরিবারে ঈদ উৎসব মাটি
Share This