ঝালকাঠী রিপোর্টার ,জি নিউজ ঃ ঝালকাঠীর রাজাপুরের মোলারহাট ও বাগড়ি বাজার এলাকা থেকে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ আটক কৃতরা হল- উপজেলা সদরের মৃত ইউসুফ আলী তালুকদারের ছেলে মোঃ মানিক তালুকদার (৪২), ইন্দ্রপাশা গ্রামের সালাম হাওলাদারের ছেলে মোঃ রানা হাওলাদার (২৪), খালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২২) ও মেডিকেল মোড় এলাকার আলমগীর হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (১৯)। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান জি নিউজ বিডি ডট নেটকে জানান, বাগড়ি এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ মানিক তালুকদার এবং ১৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। এদের বির“দ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মোঃ সাইফুল ইসলাম/জি, নিউজ, বিডি.নেট