রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর থেকে সোমবার দুপুরে ১২০ বোতল রেক্টিফাইড স্পিটসহ নুরু মিয়া নামে এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলা মাদক নিয়ন্তন অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ও তার সঙ্গীরা। পরে তাকে রাজাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে রাজাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নং ০৮।
সিরাজুল ইসলাম জানান, উক্তব্যক্তি সেবা হোমিও হল নামে একটি ফার্মেসী দিয়ে তার অন্তরালে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার তার ফার্মেসীর পিছন থেকে অবৈধ ১২০ বোতল র্যাক্টিফাইড স্পিট উদ্ধার করেছে। যাহার কোন বৈধ কাগজ পত্র নেই। তা ছাড়া তার ফার্মেসীর বা ডাক্তারীর কোন বৈধ সনদ পত্র নেই বলে তিনি জানান।
রাজাপুরে ১২০ বোতল রেক্টিফাইডস্পিট সহ এক ব্যক্তি গ্রেফতার
Share This