রাজাপুরে সড়ক ভেঙে খালে, স্থায়ী পাইলিংয়ের দাবি

রাজাপুর প্রতিনিধিঝালকাঠির রাজাপুরের এলজিইডির কাঠাখালি-দূর্গাপুর সংযোগ সড়কের নলবুনিয়া প্রাথমিক স্কুলের ব্রীজ সংলগ্ন সড়কটি ভেঙে নদীতে বিলীন হতে চলছেকিছুদিন পূর্বে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছেস্থানীয়রা অভিযোগ করেন, ওই স্থানটিতে ঠিকাদাররাস্তা সংস্কারের সময় নামমাত্র বাঁশের পাইলিং দিয়ে কাজ শেষ করেযাহা কিছুদিন পরে রাস্তাসহ ভেঙে খালে পড়ে এবং বর্তমানে পুরো রাস্তাটি খালের স্রোতের কারনে বিরীন হওয়ার উপক্রম হয়েছেখালের হাত থেকেরাস্তাটিরক্ষার জন্য দ্রত স্থায়ী পাইলিং দেয়া না হলে রাস্তাটি  খালে বিলীন হয়ে যাবেবর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছেঠিকাদার জানান, সংস্কার কাজের সময় সঠিকভাবেই পাইলিং দেয়া হয়েছিলোকিন্তু মহাসেনের আঘাতে এবং খালের খড় স্রোতের কারনে গাছসহ রাস্তা  খালে ভেঙে যাচ্ছেতাই ওই স্থানে স্থায়ী পাইলিং প্রয়োজনএলজিইডির উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন

 

 

সাইফুল ইসলাম /জি নিউজ

Exit mobile version