সাইফুল ইসলাম রাজাপুর, ঝালকাঠী প্রতিনিধি ঃ-ঝালকাঠীর রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর কেওতা গ্রামে হাঁস মারার ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করে মজিবর রহমান খান ও তার স্ত্রী নুর নাহারকে বেধড়ক মারধর করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চর কেওতা গ্রামের মোহছেন খান ও তার স্ত্রী র“নু বেগম দিনমজুর মজিবর খানের একটি হাঁস পিটিয়ে মারেন। মজিবর খান এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিকট এ ঘটনায় বিচার চাইতে গেলে মোহছেন খান গতকাল সন্ধায় মজিবর খানকে মারধর করার এক পর্যায়ে তার গালে কামড় দিয়ে শীলতাহানি করা হয়। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের বির“দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজাপুরে স্বামী-স্ত্রীকে মারধর
Share This