মোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি ঃবরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকার ব্রীজ নির্মান কাজ বিভিন্ন দ্ব›েদ্বর কারনে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে। ব্রীজের পাশ দিয়ে সংযোগ সড়ক স্থাপন করা নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী গ্রæপের সাথে দ্ব›দ্ব ও চাঁদা দাবির ঘটনা এবং সড়ক ও জনপদের কর্মচারি, লেবারদের মারধর ও ঠিকাদারকে লাঞ্ছিত করার জেরে দীর্ঘদির ধরে এ কাজ বন্ধ রয়েছে। বিকল্প সড়কে প্রায়ই মালবাহি ট্রাক ও ভারি যান আটকে অহরহ বন্ধ থাকে এ গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ। নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনের। পন্য বাহি ট্রাকের বেশিক্ষতি হচ্ছে। বিভিন্ন সময় গাড়ি আটকে যোগাযোগ বন্ধ হলে ব্রীজের দুই পাশে অনেক পচনশীল পন্য নিয়ে ট্রাক আটকে ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া প্রায়ই সংযোগ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া র্দীঘদিন ধরে এ ব্রীজের কাজ বন্ধ থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানটির অনেক ক্ষতিরসাধন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে ৬ কোটি টাকার একটি প্যাকেটে মোট ৪টি ব্রীজের মধ্যে এটি একটি। আর এ ব্রীজটি বাস্তবায়নের কাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সান্টু ট্রেডার্স। কাজ পাওয়ার পর একাধিক ঠিকাদার মিলে কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য তখন কাজও শুরু করা হয়। কিন্তু দ্ব›েদ্বর কারনে বন্ধ হয় ব্রীজ নির্মানের কাজ। স্থানীয় একাধিক সূত্র জানান, ব্রীজের উত্তর পাশ সংযোগ সড়ক স্থাপন নিয়ে স্থানীয় ওই প্রভাবশালী গ্রæপের সাথে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। ওই সময় চাঁদাদাবি, লেবার, সড়ক ও জনপদের কর্মচারিদের মারধর ও ঠিকাদারকে লাঞ্ছিতও করে ওই গ্রæপটি। আগ্নেয় অস্ত্র প্রদর্শন করে লেবারদের ভয়ও দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। তখন ব্রীজের নির্মানের ইটসহ বিভিন্ন মালামাল ফেলেও দেয় তারা। এছাড়া বিভিন্ন মালামাল চুরির ঘটনাও ঘটেছে। ঠিকাদার মাসুদ হোসেন বলেন, বিভিন্ন দ্ব›েদ্বর কারনে গত ফেব্রæয়ারি থেকে ব্রীজের নির্মান কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকায় এ পর্যন্ত কর্মপক্ষে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পুনরায় ওই সমস্যা সমাধানের চেষ্টা করে কাজ শুরু করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ এ সড়কের ব্রীজটি দ্রুত নির্মানের জন্য সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনসহ সকলের সহযোগীতাও চেয়েছেন এ ঠিকাদার। ঠিকাদার জয়ন্তু কুমার সাহা জানান, ব্রীজের এক পাশের মাটি ভেঙ্গে পড়ায় শুকনার মৌসুমে কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, এছাড়া স্থানীয় সমস্যা, চাঁদা দাবি, মারধরসহ অনেক জামেলার ঘটনায় কাজ বন্ধ রয়েছে। ওই সব সমস্যা কাটিয়ে এখন আবার কাজ শুরু করা হবে। জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী হামিদুর রহমান বলেন, বৃষ্টি ও খালে পানির কারনে কাজ বন্ধ ছিল। এখন দ্রুতই ওই ব্রীজের নির্মান কাজ শুরু করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কের ব্রীজটি দ্রুত নির্মানের জন্য সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন স্থানীয় ও ভুক্তভোগী জনসাধারন।
রাজাপুরে ব্রীজের নির্মাণ কাজ ৮ মাস ধরে বন্ধ, বিকল্প সড়কে যান আটকে বন্ধ থাকে যোগাযোগ
Share This