রাজাপুরে পাওনা ২’শ টাকা চাইতে গিয়ে ঈদ করা হল না জাহাঙ্গীরের!

রাজাপুর প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরের দক্ষিন নারিকেলবাড়ি গ্রামে পাওনা ২’শ টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের  হামলায় নিহত হয়েছে মৃতঃ মফিজ উদ্দিন খন্দকারের ছেলে জাহাঙ্গির খন্দকার (৩৫)। ঈদের আগের দিন গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় গুর“ত্বর আহত হয়ে গত ১০ আগস্ট শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই সাইয়েদ খন্দকার বাদি হয়ে ৮ জনের বির“দ্ধে রাজাপুর থানায় গতকাল শনিবার রাতে হত্যা মামলা (নং ৩) করলে পুলিশ মামলার ৪ নং আসামী শাহনাজ বেগম (২৭) ও ৬ নং আসামী বাবুল (৩২) কে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে ঢাকা থেকে লাশ এনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাজাপুর থানার এসআই মামলার তদন্ত কারী কর্মকর্তা অমর সিংহ ও নিহতরে ভাই সাইয়েদ খন্দকার জি নিউজ বিডি.নেটকে জানান, আনোয়ার আলীর ছেলে কালাম হোসেন ওরফে কালু ও জাহাঙ্গীর খন্দকার গত মাঘ মাসে ওই গ্রামের রিয়াজুলকে দিনমজুরে কাজ করে দেন। কিন্তু জাহাঙ্গীরের অজানতে কালু রিয়াজুলের কাছ থেকে ২ জনের টাকা নিয়ে আসে। সেই পাওনা ২’শ টাকা দীর্ঘদিন ধরে চেয়ে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময়ে বাকবিতন্ডা হয়। ঈদের আগের দিন গত বৃহস্পতিবার ইফতারের পূর্বে চাইতে গেলে বাকবিতন্ডা হয় এবং ইফতারের পরে মসজিদ থেকে যাওয়ার সময় ওই এলাকার নাজেম মাস্টারের বাড়ির সামনে বসে আনোয়ার আলীর ছেলে কালাম হোসেন ওরফে কালু হাওলাদার, মনিরর হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদারসহ ৭/৮ জনে তার মিলে পেছন দিক থেকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে।

Exit mobile version