সাইফুল ইসলাম রাজাপুর, ঝালকাঠী প্রতিনিধি ঃঝালকাঠীর রাজাপুরের গোপালপুর গ্রামের মোঃ ইউনুস চৌধুরির ঘরে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে বেঁধে ৪ ভরি সোনা, নগদ ৫৫ হাজার টাকা ও ঘরে রাখা দোকানের মুদি মনোহরির মালামালসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। গ্রহকর্তা মোঃ ইউনুস চৌধুরী জানান, ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে বেঁধে ঘরে থাকা ৪ ভরি সোনা, নগদ ৫৫ হাজার টাকা ও ঘরে রাখা দোকানের মালামালসহ প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ আতাউর রহমান জি নিউজ বিডি ডট নেটকে জানান, গতকাল দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।