ঝালকাঠী রিপোর্টার,জি নিউজঃঝালকাঠীর রাজাপুর সদরের বাগড়ি বাজারের ৩ টি দোকান ও উপজেলার বড়ইয়া গ্রামের বড়বাড়ির ১টি বসতঘরের ২৮ ভরি সোনা ও ২ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ৩টি সোনার দোকানে চুরির পর আবারও গতকাল গভীর রাতের এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে মন্নান হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একের পর এক চুরির ঘটনায় আতক্কে রয়েছে উপজেলার ব্যবসায়ীরা। বাগড়ি বাজারের শ্রী গুর“ ভান্ডারের মালিক গৌতম জানান, দোকানের পেছনের বেড়া ভেঙ্গে চোররা প্রবেশ করে নগদ অর্থ ও মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাকিব এন্টার প্রাইজের শার্টার ভেঙ্গে প্রায় ৪৪ হাজার টাকা ও মিম টেলিকম থেকে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ১ জনকে আটক করেছে।
মোঃ সাইফুল ইসলাম/রাজাপুর/ জি নিউজ