মোঃ সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃচাকুরি দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে প্রাননাশের হুমকি দিচ্ছে প্রতারক চক্র। ভয়ে নিজ গ্রাম ছেড়ে পালিয়ে ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে এসে সাংবাদিক সম্মেলন করেছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মৃত সৈয়দ আব্দুল কাদেরের ছেলে সৈয়দ শাহাজালাল। তিনি লিখিত বক্তবে বলেন, একই গ্রামের মৃত শাহাদাত হোসেনর ছেলে মোঃ জাকির হোসেন সড়ক বিভাগে কার্য সহকারি পদে চাকুরি করছেন। এ সুবাদে জালজালিয়াতির মাধ্যমে ভূয়া সার্ভিস বুক তৈরি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় সড়ক বিভাগের বিভিন্ন পদে জনপ্রতি ৫ লাখ টাকা উৎকোচের উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে অর্ধশতাধিক লোক নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে অনেকেরই জালজালিয়াতির বিষয়টি ধরা পড়ে আত্মগোপনে রয়েছেন। বাকিরা ভূয়া নিয়োগে নিয়ে চাকুরিতে বহাল রয়েছেন। তিনি অভিযোগ করেন, ২০০৪ সালে জাকির চাকুরি দেওয়ার কথা বলে তিনিসহ ৩ জনের কাছ থেকে ৫ লক্ষ টাকা উৎকোচ নিয়ে তার আসল পরিচয় গোপন করে গোপালগঞ্জ সড়ক বিভাগে ২০০৫ চাকুরির ব্যবস্থা করে দেয়। কিন্তু কাগজপত্রে যোগদানের তারিখ দেখানো হয় ২১-৬-১৯৮৭ সাল। বিষয়টি ৪ বছর পরে ধরা পড়লে তিনি চাকুরিচ্যূত হয়। পরে চাকুরি দেয়ার জন্য নেয়া টাকা জাকিরের কাছে ফেরৎ চাইলে জাকিরসহ তাদের অপর ভাইরা আমাকে দেশ ছাড়া করার ও প্রাননাশের হুমকি দেয়। বর্তমানে জাকির হোসেন নরসিংদি ও তার অপন ভাই কবির হোসেন পিরোজপুর সড়ক বিভাগে কর্মরত আছে। একই ভাবে ভূয়া সার্ভিস বুক ও কাগজপত্র দিয়ে ঝালকাঠি সড়ক বিভাগে কার্য সহকারি পদে আফজাল হোসেন, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ফার“ক হোসেন কর্মরত রয়েছেন। তাদের অব্যাহত হুমকি ও হামলার শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। এমর্মে ২৭-৩-১৩ তারিখে ভান্ডারিয়া থানায় জিডি নং ১০৯০ দায়ের করেছি। নির“পায় হয়ে তিনি প্রান রক্ষার জন্য বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
রাজাপুরে অর্থ হাতিয়ে নিয়ে প্রাননাশের হুমকি, প্রতিবাদে যুবকের সাংবাদিক সম্মেলন
Share This