রাজাপুরের বিষখালী নদী ইলিশ শূন্য, জেলে পাড়ায় হাহাকার

জি নিউজ ডেস্ক ঃ ইলিশ মৌসুমের শুরতেই বিষখালী নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছেফলে ঝালকাঠীর রাজাপুর উপজেলার প্রায় ৬শটি জেলে পরিবারে হাহাকার চলছেসরকারিভাবে মাত্র ১শ ৯৮টি জেলে পরিবার ফেব্রয়ারি-মে মাস পর্যš— মাথাপিছু প্রতিমাসে ৩০ কেজি করে চাল পেলেও বাকী ৪শ২টি জেলে পরিবার কিছুই পাচ্ছে নাঅন্য দিকে নদীতে মাছ না পেয়ে জেলেরা খালি হাতে ফিরছেননদীতে ইলিশ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন তারাবর্তমানে ইলিশের দেখো পাচ্ছে না জেলেরাতারা নদীতে দিনরাত জাল ফেলে রাখলেও ইলিশ ধরা পড়ছে নাফলে জেলেদের মধ্যে দেখা দিয়েছে চরম

হতাশাএরা ভিবিন্ন এনজিও থেকে ঋন গ্রহন করে নৌকা ও জাল কিনে নদীতে নেমেছেকিন্তু দিনরাত জাল ফেলেও মাছ না পাওয়ায় তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেনএনজিওর ঋন পরিশোধ করতে না পারায় তাদের সাথে একদিকে হচ্ছে বাক-বিতন্ডা অন্যদিকে আত্মগোপন করে থাকতে হচ্ছে অনেক জেলেকেঅন্য কোন আয়ের উপায় না থাকায় বেকার হয়ে পড়ছেন উপজেলার জেলে পরিবারগুলোজেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেনজেলে পরিবার সরকারিভাবে যে সাহায্য কিছুদিনের জন্য পায় তা পরিবারের সদস্যদের চাহিদার তুলনায় খুবই সামান্যআর এ সব সমস্যার কারনে অনেক জেলেই মাছ ধরা বাদ দিয়ে ভাড়ায় মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন পেশায় যাচ্ছেউপজেলার বিষখালী নদীর জেলে মান্নান খান, হারন খান একাধিক জেলেরা জি নিউজ বিডি.নেটকে জানান,        তাদের একমাত্র পেশা মাছ ধরা এবং তা দিয়ে সংসার চালানোকিন্তু বর্তমানে মৌসুমে নদীতে ইলিশ মাছ না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছেনতারা নদীতে দিনরাত জাল ফেলে রাখলেও ইলিশ ধরা পড়ছে নাকেউ কেউ এ পেশা ছেড়ে অন্য পেশা শুরকরে সংসার চালাচ্ছেনতবে এখনও ইলিশ কম বেশি ধরা পড়ছেকিন্তু শ্রাবনের শেষের দিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরার সম্ভাবনা রয়েছে

সাইফুল ইসলাম, রাজাপুর,ঝালকাঠী প্রতিনিধি  

Exit mobile version