রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ

 অনলাইন ডেস্কঃ পাকিস্তানের রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। গতকাল পেশোয়ার হাইকোর্ট তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন। মোশাররফ ফের ক্ষমতার মসনদের যে স্বপ্ন ধারণ করে পাকিস্তানে ফিরেছেন নির্বাসন থেকে সেই স্বপ্ন তো মাটির সঙ্গে এখন মিশে গেলই, একই সঙ্গে তার রাজনীতি করার অধিকার চির জীবনের জন্য হারালেন। এখন তার মাথায় হাত। পাকিস্তানের জাতীয় নির্বাচনে চিত্রল থেকে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তা প্রত্যাখ্যান করার পর সেনাবাহিনীর সাবেক এই স্ট্রংম্যান এর বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু আদালত থেকে তিনি কোন সুখবর তো পেলেনই না। একই সঙ্গে রাজনীতি করার অধিকার হারালেন। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খানের সভাপতিত্বে চার সদস্যের বেঞ্চ গতকাল তার বিরুদ্ধে ওই রায় দেন। এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মালিক মানজুর, বিচারপতি সৈয়দ আফসার শাহ ও বিচারপতি ইকরামুল্লাহ। রায়ে তারা বলেন, যখন মোশাররফ দু’বার সংবিধান লঙ্ঘন করেছেন তাকে আর কোন জাতীয় পরিষদে বা সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া যায় না। এই রায় ঘোষণা করে বিচারপতি দোস্ত মোহাম্মদ খান বলেন, মোশাররফ অবৈধ জরুরি অবস্থা জারি করেছিলেন, বিচারবিভাগকে টার্গেট করেছিলেন। তাই আদালত তাকে সারা জীবনের জন্য জাতীয় নির্বাচন ও প্রাদেশিক নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করছে।

Exit mobile version