আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ রাজনগর উপজেলার কাশিমপুর পাম্প হাউজ সংলগ্ন মাঠে একটি ক্রিকেট খেলা ও সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় ইউপি মেম্বার সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবী করায় আয়োজকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আয়োজক কমিঠি ইউপি মেম্বারের দাবীকৃত চাঁদা না দেওয়ার ফলে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় ক্রিকেট খেলার পরিবর্তে রমরমা জুয়ার আসর,এবং সাংস্কৃতিক অনুষ্টানকে যাত্রা গানের মঞ্চ বানিয়ে সংবাদ ও ছাপিয়েছেন।সংবাদ প্রকাশের পর রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসানের নির্দেশে রাজনগর থানার এস,আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সরেজমিন গিয়ে প্রকাশিত সংবাদের কোন সত্যতা পায়নি।জানা যায়,উপজেলার ফতেপুর ইউপি ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার থেকে কশিমপুর মাঠে শেখ রাসেল সৃতি ক্রিকেট টুর্ণামেন্ট নামে ৪দিন ব্যাপি একটি ক্রিকেট খেলার আয়োজন করে। সন্ধ্যার পর মাঠে আয়োজক কমিঠির পক্ষ থেকে ভাটি বাংলার ঐতিহ্যবাহী বাউল গানের শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। শুক্রবার বেলা ৩ টায় খেলা চলাকালীন সময় আব্দুল কাদির মেম্বার মাঠে গিয়ে আয়োজক কমিঠির সভাপতি ছাত্রলীগ নেতা মুয়াজ্জিন আহমদের কাছে একজন সাংবাদিকের নামে দশ হাজার টাকা চাঁদা দাবী করে বলেন,ঐ টাকা না দিলে কালকের পত্রিকায় এখানে যাত্রা গান চলছে বলে সংবাদ প্রকাশ হবে। ইউপি মেম্বারের কথায় আয়োজক কমিঠির সদস্যরা হতবাক হয়ে কোন টাকা দেবেনা বলে জানালে ইউপি মেম্বারের বরাত দিয়ে শনিবার একটি জাতীয় পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শনিবার রাত ১১ টায় রাজনগর থানা পুলিশ সরেজমিন গিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপের কোন সত্যতা না পেয়ে ফিরে আসে। এলাকাবাসীর অভিযোগ আব্দুল কাদির মেম্বারের নেতৃত্বে তার ভাগিনা সুফিয়ান মিয়ার বাড়ীতে দীর্ঘদিন যাবৎ নিয়মিত রমরমা জুয়ার আসর বসে আসছে। আর সেখান থেকে আব্দুল কাদির মেম্বার নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন। বেশ কয়েকবার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি।ফতেপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ গতবার লন্ডন সফরকালীন সময়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা আন্তসাৎ করেন।তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করায় ইউনিয়নের সকল সদস্য রেজুলেশনের মাধ্যমে অনাস্থা প্রস্তাব এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করে। তখন সকল ইউপি সদস্য মিলে তাকে চেয়ারম্যানের চেয়ারে বসতে দেয়া হবেনা বলে ও হুমকি দিয়েছিল।
রাজনগরে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে ইউপি মেম্বারের চাঁদা
Share This