আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৫ ভরি ¯^র্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।শুক্রবার ভোর ৪টার দিকে প্রবাসী তালেব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তালেব আলী এমএনএকে জানান, ভোরে ১৫-২০ জনের মুখোশপরা একদল ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে ১৫ ভরি ¯^র্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা, লাইসেন্সকৃত একনলা একটি বন্ধুক, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামর“ল হাসান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজনগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি।বন্ধুক স্ব^র্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট
Share This