স্টাফরিপোটার ,জি নিউজঃ- রাজধানীর যাত্রাবাড়ির থানাধীন মাতুয়াইলে ময়লার স্তুপ থেকে মানোষের মাথার খুলি ও শরীরে বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে যাত্রাবাড়ীর একটি ময়লার ডিপো থেকে এগুলো উদ্ধার, মাতুয়াইল মিঠা বাড়ি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিসিসি) ময়লার ডাম্পিং স্টেশনের শুক্রবার সকালে পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ফেলতে গেলে লাশের সন্ধান পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে। এছাড়া শ্রমিকরা জানায়, এখান থেকে শরীরে আরো অংশ বিশেষ পাওয়া যেতে পারে। আমরা ভালোভাবে খুঁজে দেখছি।এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ময়লা সরানোর কাজে নিয়োজিত শ্রমিকরা আমাদের খবর দিলে তাৎক্ষণিক গিয়ে আমরা মাথার খুলিসহ শীরের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়। এছাড়া লাশের টুকরোগুলো উদ্ধারের পর এলাকায় এ নিয়ে তীব্র উত্তেজনা ও সন্দেহের সৃষ্টি হয় । জি নিউজ/তাঃ-২৩ আগস্ট, ২০১৩
রাজধানীর যাত্রাবাড়ির ময়লার স্তুপে থেকে মাথার খুলিসহ হাড় উদ্ধার
Share This