জি নিউজ বিডি ডট নেট ঃ- রাজধানীর বনানীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতেরনাম- দুলাল সরদার (৩৪) নিহত ব্যক্তি কড়াইল বস্তিতে পানি ও বিদ্যুতের অবৈধ লাইন দেয়ার কাজ করতেন।তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার লাউরিপাড়ায়। গতকাল শুক্ররাব রাত সোয়া ৮টার দিকে মহাখালী ওয়্যাররলেস মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের সহকর্মী জামাল জানান, রাত পৌনে ৯টার দিকে দুলাল, টিটু, সোহেলসহ তারা চারজন মহাখালী ওয়্যারলেস গেট থেকে হেটে কড়াইল বস্তিতে যাচ্ছিলেন। একপর্যায়ে টিএন্ডটি মোড় থেকে দুলাল একটু পেছনে পড়ে যায়। তারা তিনজন সামনের এগিয়ে গিয়ে হঠাৎ পেছনে গুলির শব্দ শুনে তারা দুলালকে মাটিতে পড়ে থাকতে দেখেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুলালের সাথে থাকা জামাল ও টিটুর কথাবার্তা অসংলগ্ন থাকায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দুলালকে গুলি করে হত্যা করেছে। তাঃ-২৫ জানুয়ারি ২০১৪।
রাজধানীর বনানীতে ১ ব্যক্তিকে গুলি করে হত্যা
Share This