গুলশান জোনের এসি কুদরত-ই খুদা জানান, ঘটনার সময় বাসায় দুই গৃহপরিচারিকা ও ওই দম্পতির ছেলে উপস্থিত ছিলেন।দুই গৃহপরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ধারণা করা হচ্ছে, স্বামী প্রথমে স্ত্রীকে গুলে করে খুন করে। পরে তিনি মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তিনি জানান, নিহত দম্পতির ৯বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার সময় সে বাসার সামনে খেলা করছিল । গুলির শব্দ পেয়ে সে রুমে এসে দেখে তার বাবা-মা রক্তাক অবস্থায় পড়ে আছে।
তবে বনানী থানার এস আই শেখ মাসুদ রানা সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে, ওই শিল্পপতি প্রথমে তাঁর স্ত্রীকে রিভলবার দিয়ে গুলি করে হত্যার পর নিজে মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পরই ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টিম এবং সিআইডির ক্রাইমসিন বিভাগ ঘটনাস্থলে ছুটে যায়।
এদিকে গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তবে উপ-কমিশনার বলেন, ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর লাইসেন্স কৃত রিভলবার উদ্ধার করা হয়েছে। পরিবারিক দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে।বলে ধারণা করা হচ্ছে।তাদের লাশ উদ্ধার করে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।