স্টাফ রিপোর্টার: জি নিউজ, বিক্ষিপ্ত বোমাবাজির ও গাড়ি ভাঙচুর মধ্য দিয়েই রাজধানীতে চলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৩৬ ঘন্টার হরতাল। হরতালের প্রথম দিন গতকাল মঙ্গলবার রাজধানীর জজকোর্টসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। এছাড়া হরতালকারীদের সাথে বিভিন্ন পয়েন্টে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটেছে ইটপাটকেল, টিয়ারশেল রাবার বুলেট ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা। হরতালের নামে ভাঙচুরসহ নাশকতার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর মধ্যে তিন নারীসহ ১০ জন পিকেটারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে হরতাল বিরোধী মিছিলও হয়েছে বিভিন্ন এলাকায়। গ্রেফতার হওয়া দলীয় নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট বিএনপি । গতকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল আজ বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। প্রধান প্রধান সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা অবস্থান করছেন। রাজধানীর সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। কিছু ব্যক্তিগত গাড়িও বের হয় রাস্তায়। অন্যদিনের তুলনায় কম হলেও চলেছে বিআরটিসির বাস ও গণপরিবহন। বেলা বাড়ার সাথে সাথে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যাও বেড়েছিল। তবে দূরপাল্লার বাস চলাচল করেনি। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাকি ছিল ।