রাজধানীতে জামায়াত শিবিরের সাতে -পুলিশ সংঘর্ষে ১০ জন আহত

jamatজি নিউজঃ-যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের ভোটাধিকার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর এলিফেন্ট রোড ঝটিকা মিছিলের সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেনএ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে বুধবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে বিভিন্ন গলি থেকে ৫০-৬০ জন শিবিরকর্মী এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে জড়ো হয় এবং মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েএ সময় পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়েএকপর্যায়ে তারা একটি কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাংচুর করেদুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হন উল্লেখ্য,  চলতি বছরের শুরুতে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের রায় আসা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্নস্থানে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।  মন্ত্রিসভা একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বুধবার সারাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী

 

Exit mobile version