জি নিউজ ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও, কারওয়ানবাজার ও নয়া পল্টনে ৩টি যানবাহনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মহাখালীতে ৩টি গাড়ি ভাঙচুর এবং ৮টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং কারওয়ানবাজারে গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কাওরানবাজার আন্ডারপাস এলাকায় রাস্তার উপর ইটিসি পরিবহনের (ঢাকা মেট্রো জ-১৪-০১৩৩) একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলার আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বাসটিতে অগ্নিসংযোগ করে পালানোর সময় পুলিশ হাতেনাতে আটক করে মো. রাসেল নামের এক যুবককে। রাসেলের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবার নাম মো. ওলিউল্লাহ।বাসচালকের সহকারী মো. হোসেন জানান, ‘ফার্মগেট থেকে কারওয়ানবাজারে যাত্রী নামানোর সময় এক যুবক পেট্রল ঢেলে বাসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি চিৎকার করে তাকে ধরে ফেলি।’মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে তেজগাঁও কলোনিবাজারের সামনে একটি স্টাফ বাস দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ৩টার দিকে কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকা স্টাফ বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
রাজধানীর মহাখালীর অয়্যারলেস গেটে ৩টি গাড়ি ভাঙচুর ও ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে কয়েকজন যুবক হঠাৎ করে এসে ৩টি যানবাহন ভাঙচুর করে। পরে পালিয়ে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৪টার দিকে মহাখালী অয়্যারলেস গেট এলাকায় অজ্ঞাতনামা কয়েক যুবক ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এলেও কাউকে আটক করতে পারেনি।