অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ আ মার এবং রণবীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এখন আমরা শুধুই বন্ধু আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে।’ সম্প্রতি সাবেক প্রেমিক রণবীর কাপুর সম্পর্কে এমন মন্তব্যই করলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
রণবীর-দীপিকা জুটির সর্বশেষ ছবি ‘বাঁচনা অ্যায় হাসিনো’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। পাঁচ বছর বিরতির পর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। সাবেক প্রেমিকের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে দীপিকা বলেন, ‘আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি। এ জন্য আমাদের ভেতর বোঝাপড়াটাও দারুণ। ছবিটির শুটিং চলাকালে আমরা চমত্কার সময় কাটিয়েছি।’
দীপিকা আরও বলেন, ‘ছবির সেটে বেশির ভাগ সময় আমরা দুজনই যে যার চরিত্রের মধ্যে ডুবে থাকতাম। কোনো চরিত্রে অভিনয়ের সময় ব্যক্তিজীবনকে সম্পূর্ণ ভুলে যাই আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, কালকি কোচিন প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও রানা দাগুবতী। ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ মে। তারিখ: ১৪-০৪-২০১৩
রণবীর কে বন্ধু বললেন দীপিকা
Share This