জাকারিয়া , রংপুর প্রতিনিধি :সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রংপুর জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীনুর রহমান শাহীন খুন হয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরীর মেডিকেল পূর্ব গেটের বাসা থেকে শহরের পায়রা চত্বরে আসার সময় মুখোশধারী সন্ত্রাসীরা তাকে দা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর স্থানীয় লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়। কি কারণে তাকে খুন করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রংপুর সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, পুলিশ এ হত্যকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
রংপুরে ছুরিকাঘাতে জেলা ছাত্রদল নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা
Share This