জি নিউজ অনলাইনঃ- মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। যে মানুষ হত্যা করে সে মুসলমান না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, তিনি বলেন, মানুষ পরিবর্তন চাচ্ছে। আমার দ্বারা মানুষ হত্যা হবে না। আমি ক্ষমতায় থাকতে আমার দ্বারা একজন মানুষও হত্যা হয়নি।
এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ইসলাম শক্তিশালী হবে। তাই কর্মীদের ঈমানী শক্তি নিয়ে কাজ করতে হবে। ঈমান শক্ত থাকলে ইনশাআল্লাহ কেউ আমাদের কিছু করতে পারবে না।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় ওলামা পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এরশাদ বলেন, আমি জেল-জুলুম ভয় পাই না। এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় না। কারও কাছে মাথা নত করি না।
এরশাদ বলেন, এটা কি মুসলামান সমাজ। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। যে মানুষ হত্যা করে সে মুসলমান না। প্রতিদিন ঘর-বাড়ি দখল হচ্ছে। আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা আল্লাহ-রাসূলকে (সা.) ভুলে গেছি। আমরা সব ভুলে যাচ্ছি।
এসময় ওলামারা আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে শ্লোগান তুলতে এরশাদ বলেন, লতিফ সিদ্দিকী মুরতাদ। তার নাম মুখেও আনতে চাই না।
জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়শল চিশতী প্রমুখ।