জি নিউজঃ-ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা ,গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক আড়াই টার দিকে গুলশানের ১২৩ নম্বর সড়কের শপার্স ওয়ার্ল্ডের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে মিল্কিকে হত্যা করা হয়। ওই ঘটনার পর ভোরে রাজধানীর একটি হাসপাতাল থেকে মহানগর যুবলীগ দক্ষিণের নেতা জাহিদ সিদ্দিকি তারেককে আহত অবস্থায় গ্রেপ্তার করেছে র্যাব ১ । তবে মিল্কি হত্যার সঙ্গে তারেকের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট করেনি র্যাব কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিল্কি নিজের গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানো মাত্র পাঞ্জাবি পরা এক যুবক এগিয়ে এসে গুলি করে। এরপর কাছেই দাঁড়ানো একটি মোটর সাইকেলের পেছনে উঠে দ্রুত চলে যায়। আহত মিল্কিকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভোরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা মর্গে গিয়ে আলামত সংগ্রহ করে। এদিকে রিয়াজুল হক খান মিল্কি নিহত হওয়ার খবরে রাতেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে। মিল্কিকে কারা কেন হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তারা। তবে পুলিশের ধারণা, সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে মিল্কিকে অনুসরণ করছিল।