জি নিউজ বিডি ডট নেট ঃ- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের একটি রায় কার্যকর হয়েছে সব রায় পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা.শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন বিরোধী দলের আন্দোলনের নামে নারী-শিশু হত্যা করবেন, ছেলেমেয়েদের পরীক্ষা দিতে দেবেন না, আর আমরা বসে বসে সহ্য করব, তা হবে না। আর এগুলো বন্ধ না হলে আমাদেরও জানা আছে কিভাবে তা দমন করতে হয়। প্রধানমন্ত্রী বলেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, জনগণও জানে কীভাবে যুদ্ধে জয়ী হতে হয়। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করবই করব। এ যুদ্ধে বাংলার জনগণ জয়ী হবেই। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এছাড়া প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের লক্ষ্যই ছিল এ বছরের ১৪ ডিসেম্বরে আগেই কমপক্ষে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা। জনগণের সহযোগিতায় এ রায় কার্যকর করতে পেরেছি। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার আগে তা স্থগিত করার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক কোনো কোনো মহলের টেলিফোনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। ক্ষমতার মোহ ও অর্থের লোভও নেই। তাই যাকে খুশি তাকে দিয়েই ফোন করানো হোক না কেন, কোনো লাভ হবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের স্বার্থ দেখবো, মানুষের স্বার্থ রক্ষায় যা যা করা প্রয়োজন তাই করা হবে। এদিকে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এতে অনেক আসনের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে গেলেও গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন শুরুর লক্ষ্য নিয়েই এমন আসন সমঝোতা করা হয়েছে। সর্বদলীয় সরকার ও নির্বাচনে এলে দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গেও আসন সমঝোতা করা হতো। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীরসহ সভা পরিচালনা করেন ড. হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল। তাঃ- ১৫ ডিসেম্বর ২০১৩
যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করবই – প্রধানমন্ত্রী
Share This