যা চলছে তা নাটকীয় নির্বাচন – ড. কামাল হোসেন

d.kamaal1জি নিউজ বিডি ডট নেট ঃ-  সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অভিজোক করেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পুনর্গর্িঠত সরকার সর্বদলীয়, নির্দলীয়, না অন্তর্বর্তীকালীন—তা বুঝতে পারছেন না তিনি বলেন,  আজ এখন যা চলছে, তা ‘নাটকীয় নির্বাচন’এর মধ্যে একজন ‘নাটকীয় বিরোধী দলের’ ভূমিকায় রয়েছেন আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন তিনি বলেন, মানুষ চেয়েছে নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও প্রশাসনএ দাবি কোনো একক দলের নয়এছাড়া তিনি আরও বলেন  নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের তত্পরতার দিকে ইঙ্গিত করে ড. কামাল হোসেন বলেন, ‘অনেকে বলেন, বিদেশি লোক কেন হস্তক্ষেপ করছেবিদেশি লোক যদি আমার গণতন্ত্রের পক্ষে সমর্থন দেয়, তখন কার গায়ে লাগে? যারা গণতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে, তাদেরএদিকে জাতীয় পার্টির  চেয়ারম্যান এইচ এম এরশাদের দিকে ইঙ্গিত করে ড. কামাল হোসেন বলেন নব্বইয়ের স্বৈরাচারকে সরিয়ে সংসদীয় গণতন্ত্র আনা হলোএর ধারাবাহিকতায় ২৩ দফার ভিত্তিতে আমরা ১৪ দল ঐক্য করলাম২০০৮ সাল পর্যন্ত এ ঐক্য ছিলযখন এ মঞ্চে স্বৈরাচারকে তোলা হলো, সেদিন থেকে আমি থাকতে পারলাম না বর্ধিত সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু লিখিত বক্তব্য পড়েনসভায় তৃণমূলের নেতারা পাতানো নির্বাচনে না গিয়ে গণফোরামের নেতৃত্বে সমমনাদের একটি অর্থবহ জোট গঠন করার তাগিদ দেন তিনি তাঃ-২২নভেম্বর ২০১৩

 

Exit mobile version