অনলাইন ডেস্ক:-যশোর-বেনাপোল সড়কের আমড়া খালি চেকপোস্ট থেকে শত কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে যশোরগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে মিলনকেআটক করা হয়। আটক মিলন জেলার কাকমারীর আকবর আলীর ছেলে।এসময় গাড়ি তল্লাশি করে ৬টি কন্টেইনার থেকে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়।
২৬বিজিবি’র যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখানে একটি প্রাইভেটকার তল্লাশি করে এই বিষ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ১২ পাউন্ড ওজনের এই বিষ ফ্রান্স থেকে ভারতে আসে। সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই বিষ রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। জব্দকৃত বিষের মূল্য ডলার হিসেবে প্রায় শত কোটি টাকা উল্লেখকরা আছে। ।