যশোরের জামায়াতের সেক্রেটারি সিদ্দিকী সন্ত্রাসীদের গুলিতে নিহত

জি নিউজ বিডি ডট নেটঃ- আবদুল হাই সিদ্দিকীর গুলিবিদ্ধ লাশ হাসপাতালে। ছবি: এহসান-উদ-দৌলাযশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল হাই সিদ্দিকীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে  , পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে সন্ত্রাসীরা সিদ্দিকী বাড়ি সংলগ্ন সাইবার ক্যাফেতে ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা । এবিষয়ে জেলা  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইদ্রিস আলী জানান আবদুল হাই সিদ্দিকী  ঘরে বসে কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় জানালা দিয়ে কে বা কারা তাঁকে গুলি করে পালিয়ে যায়। সিদ্দিকীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পর জামায়াত-শিবিরকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিল থেকে হত্যাকাণ্ডের জন্য সরকারি দলকে দায়ী করে শ্লোগান দেয়া হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল বৃহস্পতিবার যশোর জেলায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী স্থানীয় শাখা। এবিষয়ে কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান  হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বাড়ি সংলগ্ন নিজ প্রতিষ্ঠানে খুনের ঘটনার  এর পেছনে ব্যক্তিগত কোন কারণ আছে কি- না সেটা খতিয়ে দেখতে হবে জানান তিনি ।

 

Exit mobile version