মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ

মৌলভীবাজারঃ নির্বাচন কমিশন কর্তৃক জামায়াত নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার বিতর্কিত রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যেগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটারদিকে শহরের পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ সিটির সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারী এম শাহেদ আলী, পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, সেক্রেটারী এ বি কবির আহমেদ, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারী আল মাহমুদ প্রমুখ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রটারী শাহেদ আলী বলেন ‘জাতীয় নেতৃবৃন্দকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে দেশের শান্ত পরিবেশকে উত্তপ্ত করার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচন কমিশন। জাতি এ বিতর্কিত সিদ্ধান্ত মেনে নেবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ইসি’র সরে আসা উচিত।’ জেলা সেক্রেটারী বিতর্কিত ট্রাইবুনাল বাতিল করে আমীরে জামায়াত সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন।

Exit mobile version