মৌলভীবাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আটক ১৫ জন

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বড়লেখার উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলামসহ (৪৫) বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ১৮ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।রোববার ভোরে তাদের আটক করা হয়েছে।আটকৃকৃতরা হলেন- ইমান উদ্দিন (৩০), পাবেল (২২ ), বাবুল মিয়া (২৪), জাকির হোসেন (৩২), মুজিব উদ্দিন (২২) নোমান আহমেদ (৩১), তাজ উদ্দিন (২৪) আব্দুস সত্তার (৩৪)। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।এদিকে, গত ২৬ ডিসেম্বর অবরোধকালে গাড়ি ভাঙচুরের মামলায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব মিয়াকেও (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।রোববার ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আপ্তাব মিয়া একই এলাকার আব্দুস সাহিদ মিয়ার ছেলে।এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন পিপিএম, গ্রেপ্তারের  সত্যতা নিশ্চিত করে এমএনএকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বড়লেখার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান  চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

Exit mobile version