মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ‘রাজনগর-বালাগঞ্জ’ সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। চলাচলের অনুপযোগী এ রাস্থার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হলেও ঝুকি নিয়ে চলছে শত শত বাস ও সিএনিজি। বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে সিলকোড ও কংক্রিট সরে যাচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।বিএনপি সরকার আমলে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের হস্তক্ষেপে রাস্তাটির কার্পেটিং কাজ হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ সড়কের কিছু খানাখন্দ কংক্রিট দিয়ে ভরাট করা ছাড়া আর কোন কাজই করেনি। জেলা সদরের সাথে পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলা সহ রাজনগরের লক্ষ-লক্ষ মানুসের একমাত্র যোগাযোগ ব্যবস্থা উক্ত সড়কটি হলেও সংস্কারের অভাবে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। বর্তমানে এ সড়কটির অবস্থা এতই করুন যে শুধু ভুক্তভোগীরাই জানে।উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ রাস্তার মোট ১৬কি.মি. কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে টেন্ডারের মাধ্যমে দেয়া হয়। তারা ১৪মার্চ ২০১৩ থেকে ৭মার্চ ২০১৪ সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন করবে বলে শর্ত রয়েছে। সংস্কারের সময় সড়কটির উভয়দিকে ২ফুট করে ৪ফুট বর্ধিত করা হবে বলে জানা যায়। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র এক সপ্তমাংশ।সংশ্লিষ্ট অফিস সুত্র জানায়, সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি-২) নামক প্রকপ্লের অধীন এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মৌলভীবাজার ও কুলাউড়ার দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি প্যাকেজে ৮কি.মি. করে এ কাজ গুলো করছে। যার অর্থমূল্য মোট সাড়ে ৫কোটি টাকা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রুবাইয়াত জামান বলেন, দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শর্তে মোট সাড়ে ৫ কোটি টাকার কাজ দেয়া হয়েছে। তিনি বলেন, জানা মতে এখন পর্যন্ত ১৫ভাগ কাজ হয়েছে। হয়তো বৃষ্টির কারণে কাজে একটু ধীরগতি রয়েছে। তবে শর্তকৃত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে রাস্তার সংস্কার কাজ শেষ না হলে নির্বাচনে এ অঞ্চলে সরকার দলের প্রার্থীর ভরাডুবির সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর-বালাগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ
Share This