জি নিউজঃ-রাজধানীর মিরপুরে শাহ আলী রকি (৩৪) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার প্রকাশ্যে এই হত্যাকা-টি ঘটনা ঘটে। নিহত রকি ঢাকার ৯২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিদর্শন করছেন। জানা গেছে, এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ জানান, সকালে বাসা থেকে নাস্তা খাওয়ার জন্য বের হলে ৪ নম্বর রোডে কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে এছাড়া নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মিরপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী
Share This