রংপুর প্রতিনিধি,জি নিউজঃ- জেলার মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকায় একটি দ্বিতল বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। গুরুতার আহত ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা রয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে এ দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এছাড়া মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জোম হোসেন জানান, একে অপরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাপুকুরের দ্বিতল বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ২০
Share This