অনলাইন ডেস্ক:- জন্মের প্রথম দিন থেকেই মেয়ের জীবনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠেন তার মা। মায়ের যত্নআত্তিতে বড় হয়েও ঠার পর মায়েরই নানা পরামর্শ নিয়ে পথ চলতে শুরু করেন মেয়েরা। আপনার মায়ের দেওয়া৭টি পরামর্শ নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নিন।এখানে জেনে নিন মায়ের পরামর্শ গুলোর কথা।
১. তুমি তো মার মতো হও :একজন মা-ইতার মেয়েকে বড় করে তোলেন।আপনি আজ যেমন, তিনিই আপনাকে এখানে এনেছেন। তাই তিনি আপনাকে এমনই দেখতে চান, যেমনটি করে বড় হয়েছেন আপনি। তাই যথন আপনার মা আপনাকে নিজের মতো থাকার পরামর্শ দেবেন, তখন তা গ্রহণ করে নিন।
২. স্কুল জীবনে পরিশ্রম করো :স্কুল জীবনের প্রায় পুরো সময়টাই মাতার মেয়েকে আগলে রাখেন। মেয়ের শিক্ষাজীবনে র ভিত গড়ে তোলেন। তাই সেখানে মাকে হতাশ করা আপনার সাজেনা। এ জন্য স্কুলজীবনে পরিশ্রম করলে মা শান্তি পাবেন এবং আপনার ভবিষ্যতের ভিত শক্ত হবে।তাই মায়ের উপদেশ মতো পরিশ্রম করুন।
৩. সাবধানে থেকো :আপনি যত বড়ই হন বা যেখানে যে কাজেই যান, বিদায় কালে মায়ের শেষ কথাটি তবে, সাবধানে থেকো।এতে অনেক সময়ই মনে হতে পারে যে, মা আপনারও পর ভরসা করতে পারেন না।কিন্তু মা-ইজানেন মেয়েরও পরকী ধরনের বিপদ আসে বা আসতে পারে।কাজেই তার উপদেশ আত্মস্থ করুন।
৪. আমি সব সময়ই আছি : মেয়েরা টিনএজ বয়স মায়ের বাঁধন থেকে মুক্ত মনে করেন। মাও চান আপনি বড় হয়ে উঠুন।কিন্তু যেখানেই যান, মনে রাখবেন মা আপনার জন্য সব সময়ই আছেন।আপনার কাছেন বন্ধু, স্বজন বা স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও মাকে কাছে পাবেন।
৫. তোমার অন্তরের সৌন্দর্য বিকশিত করো :সমাজে বাহ্যিক বা দৈহিক সৌন্দর্যকেই প্রাধান্য দেওয়া হয়।কিন্তু এটি স্রেফ চোখে দেখার জন্য প্রযোজ্য।কিন্তু আপনার ভেতরে যে অফুরন্ত সৌন্দর্য লুকিয়ে রয়েছে, তাই আপনার ব্যক্তিত্বে প্রকাশ পাবে।নিজের মেয়েটিকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেখতে চান মা।আর তাই অন্তরের সৌন্দর্যকে প্রস্ফুটিত করার উপদেশ মা সব সময় দেন।
৬. মনের কথা শোনো :যদি আপনার মা নিজের মনের কথাটি শোনার উপদেশ দেন, তবে আপনি যথেষ্ট ভাগ্যবতী। নারীদের শুধু দেখে শেখার উপদেশ শিক্ষা দেওয়া হয়। অথচ তাদের মনে যে আসল কথাটি লুকিয়ে থাকতে পারে তার শিক্ষা দেওয়া হয় না।তাই আধুনিক মায়েরাই বোঝেন, মেয়েকে অনেক সময়ই তার মনের কথায় চলতে হবে।
৭. স্বপ্নকে সফল করো :শুনতে যতটা সাধারণ মনে হয়, এর অর্থ আরো অনেক ব্যাপক। মাতার মেয়েকে স্বপ্ন সফল করতে যে উপদেশ দেন তা মাথা পেতে নেওয়া উচিত। যেহেতু তিনি নিজের মতো করে আপনাকে বড় করে তুলেছেন, কাজেই তিনিই বোঝেন যে আপনি নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবেন।তাই মায়ের ওই উপদেশ আত্মস্থ করুন। সূত্র : ইন্টারনেট
মায়ের যে ৭টি উপদেশ প্রত্যেক মেয়ের মাথা পেতে নেওয়া উচিত
Share This